আমাদের কথা

ইন্টারনেটের ব্লগ দুনিয়ায় প্রেক্ষাপট একটি ভিন্ন ধর্মী, নতূনভাবে সংযোজিত অধ্যায়। আমরা ভারতবর্ষের ছাত্র-যুব সমাজ যারা সুস্থভাবে রাজনৈতিক বিতর্কে অংশগ্রহন করতে ভালবাসি (দল-মত নির্বিশেষে) এবং বহুবিধ রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হতে চাই তারা তাদের নিজস্ব মতামত তথ্য এবং যুক্তি সহকারে আদান-প্রদানের মাধ্যমে বহুস্বর এর থেকে সত্যের প্রকৃত নির্জাসটুকু মানুষের কাছে যার মাধ্যমে পৌছে দিতে প্রয়াসী হয়েছি তার নাম প্রেক্ষাপট।

আমরা কোন দলদাস নই, তাই আমরা দলতন্ত্রের বিপক্ষে। আমরা বিশ্বাষ করি গনতন্ত্রে, ব্যাক্তিস্বাধীনতায় সর্বোপরি বাকস্বাধীনতায়। প্রেক্ষাপট তাই জন্মলগ্ন থেকেই এবং আগামী দিনেও দল-মত-রাজনীতির উর্দ্ধে উঠে, ডান-বাম পক্ষপাত দুস্ট না থেকে তার লেখনীর মাধ্যমে মানুষের কাছে খবরের সত্যিটুকু তুলে ধরার প্রয়াস চালিয়ে যাবে গনতন্ত্রের অতীন্দ্র প্রহরীর ভূমিকায়। আমরা হিংসার বিপক্ষে তাই সবরকমের সন্ত্রাসের বিপক্ষে আমাদের লেখনী।


প্রেক্ষাপট কোন তথাকথিত e–ম্যাগাজিন বা ট্যাবলয়েড নয়। এটি একটি বিশ্লেষনধর্মী, গঠনমূলক, তথ্যভিত্তিক রাজনৈতিক সামাজিক প্রবন্ধ থেকে শুরু করে কবিতা, সমকালকে প্রতিবিব্মিত করে এমন ফোটোগ্রাফি, পাঠকের চিঠি সমস্ত কিছুর সংমিশ্রনে আগামীদিনে ইতিহাসের এক দলিলের কাজ করবে এই আমাদের বিশ্বাষ। তাই আমাদের মূল মন্ত্র-


‘পরিবর্তন দিচ্ছে ডাক, অচলায়তন নিপাত যাক’
  




জয় হিন্দ