টিম প্রেক্ষাপট

সায়ন ঘোষ 
                                  


এক্সিকিউটিভ এডিটর, প্রেক্ষাপট
পেশায় মেকানিক্যাল ইঞ্জিনীয়ার







এডিটার এন্ড পাবলিক রিলেশান ম্যানেজার
পেশায় একটি বহুজাতিক সংস্থার ম্যানেজার
অর্ক সাহা

অরুপ চক্রবর্তী

সোমনাথ মুখার্জী 

 ডাঃ তাপস ফ্রান্সিস বিশ্বাষ








                                                                     




                                                   মেন্টর, প্রেক্ষাপট 



ডাঃ তাপস ফ্রান্সিস বিশ্বাস পেশায় চিকিৎসক, দীর্ঘদিন বিদেশে কনসালটেন্ট সার্জেন হিষাবে কাজ করেছেন বর্তমানে এই দেশের কাজে নিয়োজিত, অরূপ চক্রবর্তী পেশায় একজন কম্পিউটার প্রোগ্রামার এবং সোমনাথ মুখার্জী পেশায় একজন বহুজাতিক সংস্থার ম্যানেজার ও রিসার্চ বিভাগের সঙ্গে যুক্ত। এরা তিনজনেই প্রেক্ষাপটের মেন্টর